ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শিশুদের দাবিগুলো সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
শিশুদের দাবিগুলো সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করে না। শিশুদের নয় দফা আন্দোলনের দাবিগুলো অক্ষরে অক্ষরে শেখ হাসিনার সরকার বাস্তবায়ন শুরু করেছে।

শুক্রবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, শিশুদের আন্দোলন নিয়ে যারা জলঘোলা তৈরির চেষ্টা করেছে, সেই ঘোলাজলে মাছ শিকার আর হবে না।

সেই ঘোলাজলে বিএনপি-জামায়াতই ডুবে মরবে।
 
তিনি আরো বলেন, সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিন। কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন সেই পরিকল্পনা করুন। তিনমাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনের চেষ্টা করেন।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতাউর রহমান আতা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ