ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনা-৪ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সালাম মুর্শেদী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
খুলনা-৪ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সালাম মুর্শেদী

ঢাকা: খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সালাম মুর্শেদী৷ সোমবার (২০ আগস্ট) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়৷

সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বাংলানিউজকে এ তথ্য জানান৷ আসনের এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়৷ 

খুলনা-৪ আসনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ডর সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 

আগামী ২০ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২০,২০১৮
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ