ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় মঞ্জুরুল ইমাম স্মরণে শোকর‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
খুলনায় মঞ্জুরুল ইমাম স্মরণে শোকর‌্যালি শোকর‌্যালি। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামের ১৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগর দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালিটি শুরু হয়ে শামসুর রহমান রোডে অকুস্থলে মঞ্জুরুল ইমামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে শেষ হয়।

মাল্যদান শেষে বয়রায় মরহুমের কবর জিয়ারত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

শোকর‌্যালিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।

এছাড়া মরহুমের মহানগরীর মুন্সিবাড়ি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ১৬ নং ওয়ার্ড আ’লীগ। মহানগর আ’লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০০৩ সালের এদিনে আদালতে যাওয়ার সময় অ্যাডভোকেট মঞ্জুরুলকে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা বোমা ও গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা জুনিয়র আইনজীবী অ্যাড বিজন বিহারী মণ্ডল ও রিকশাচালক শহিদুল ইসলাম আকন্দ নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ