ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রায়ে মনস্তাত্ত্বিক চাপের চেষ্টা করছে বিএনপি 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
রায়ে মনস্তাত্ত্বিক চাপের চেষ্টা করছে বিএনপি  আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ, ছবি: সংগৃহীত

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার আগে বিএনপি বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

সোমবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, আমরা যখন সাক্ষীদের বরাত দিয়ে কথা বলছি, তখন সংবাদ সম্মেলন করে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি।

রিজভী আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল-বিকেল সংবাদ সম্মেলন করে রায়কে প্রভাবিত করার চেষ্টা করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, ‘একুশে আগস্টে হামলা ওই সময়ের সরকারের অনুমোদন ছাড়া হয়নি। এর দায় খালেদা জিয়ার ওপরও বর্তায়। তিনি গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না। ’

আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘আমি গ্রেনেড হামলার ভিকটিম হিসেবে দাবি করছি; খালেদা জিয়াকে এ গ্রেনেড হামলার বিচারের আওতায় আনা হোক এবং আমি তার শাস্তি দাবি করছি। ’

বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আজকে বিএনপি নির্বাচন নিয়ে অনেক কথা বলছে। কয়েকদিন আগে তারা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা একটি ভালো কথা বলেছেন। বিএনপি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বিএনপিকে অনুরোধ জানাবো ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন। আমরা দেখি নির্বাচনের মাঠে কার কত জনপ্রিয়তা। ’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ