ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘আ.লীগ পরাজিত হলে, পরাজিত হবে বাংলাদেশ’

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
‘আ.লীগ পরাজিত হলে, পরাজিত হবে বাংলাদেশ’ শোকদিবসের আলোচনা সভা

কেরানীগঞ্জ (ঢাকা): আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ বলেছেন, বিএনপি জামাত এ উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। কেননা আওয়ামী লীগ পরাজিত হলে, পরাজিত হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সরকারি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত শোকদিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

শাহীন আহমেদ ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, ‘আন্দোলন করার ক্ষমতা বিএনপির নেই। তাদের আন্দোলন ঘরে বসে, রাজপথে নামার ক্ষমতা তাদের নেই। এদেশে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির জন্ম। তারা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ’

কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দফর সম্পাদক হাবিবুর রহমান, রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামান, রুহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলী, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ