ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ছাত্রলীগ নেতা রাব্বী

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাব্বীর (১৭) মরদেহ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার বাগুড় এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  গত ২৮ আগস্ট বাগুর এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাব্বী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে তার আত্মীয়রা ২৯ আগস্ট দেবিদ্বার থানায় একটি ডায়েরি করেন।

শনিবার বিকেলে স্থানীয়রা তার বাড়ির পাশের খাল থেকে পচাঁ গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাব্বীর অর্ধগলিত লাশ উদ্ধার করে  থানায় নিয়ে আসে।

দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ