ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা বাশার মাহমুদ ও তার ফেসবুক স্ট্যাটাস (সংগৃহীত)

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাশার মাহমুদ (২৭) নামের এক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত বাশার মাহমুদ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি পৌর এলাকার কচুয়ার পাড়ের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা বাশার সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে নিজ ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে বাশার মাহমুদ লিখেন, আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তা পুরো দায় আমার পরিবারের বিশেষ করে আমার ভাইয়ের, আমার মৃত্যুতে কারো কোনো প্ররোচনা ছিলো না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্ষমা করবেন আমাকে। এরপর গভীর রাতে বাশার মাহমুদ নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তার বন্ধুদের ধারণা, পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে বাশার মাহমুদ আত্মহত্যা করেছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, এ বিষয়ে এখনও কেউ পুলিশকে অবগত করেনি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ