ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ফের সহিংসতা হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ফের সহিংসতা হবে রাশেদ খান মেনন। ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, বাংলাদেশকে যদি গণতন্ত্র ও উন্নয়নের পথে যদি এগিয়ে যেতে হয় তাহলে এদেশে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সকল ক্ষুদ্র জাতিসত্তাকে সঙ্গে নিয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালে তথাকথিত নির্বাচনের পর যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল বিএনপি-জামায়াত ক্ষামতায় আসলে তার পুনরাবৃত্তি ঘটাবে।

কেবল তাই নয়, এদেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে বিনাশ করার জন্য তারা তাদের তৎপরতা চালাবে।  

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ