ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ ফের ক্ষমতায় এলে শতভাগ উন্নয়ন হবে: কাদের

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
আ’লীগ ফের ক্ষমতায় এলে শতভাগ উন্নয়ন হবে: কাদের টাঙ্গাইলে পথসভায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতারা-ছবি-বাংলানিউজ

নীলসাগর এক্সপ্রেস থেকে: আগামীতে ক্ষমতায় এলে শতভাগ উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ 

তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, দেশে শতভাগ উন্নয়ন হবে৷ ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন৷

শনিবার (৮ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারের ট্রেনযাত্রায় টাঙ্গাইলে প্রথম পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন৷ টাঙ্গাইল রেলস্টেশনে এ পথসভার আয়োজন করা হয়৷  

সকাল ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দলটির নেতারা ট্রেনযোগে উত্তরাঞ্চল অভিমুখে রওনা হন। রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ যাত্রা শেষ হবে নীলফামারী গিয়ে।

পথসভায় ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন৷এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশে বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলন তা কি পূরণ হয়েছে? সবাই হাত তুলে সমস্বরে বলেন, হয়েছে৷ 

পথসভায় ওবায়দুল কাদের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন. কোন্দল করবেন না, বিশৃঙ্খলা করবেন না৷ বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে৷ আগামী  দুই-একদিনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শোকজ পাঠানো হবে৷ 

আওয়ামী লীগের এই সফর উপলক্ষে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়েছে।  

আওয়ামী লীগের নির্বাচনী এই সফরে অন্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এসকে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ