ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির নেতৃত্বে সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বিএনপির নেতৃত্বে সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার, দুর্নীতিবাজ, খুনী, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সকল অপরাধীদের একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে বিএনপি। এটা দেশের রাজনীতির ঐক্য না।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘বিএনপির বৃহত্তর ঐক্যের ডাকে সরকার দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে দেশের সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে।

এটা রাজনীতির জন্য একটা অশনী সংকেত।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এরপর মন্ত্রী মিরপুর উপজেলা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ