ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

হাতীবান্ধায় জাপার ২ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
হাতীবান্ধায় জাপার ২ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান ফুলের নৌকা উপহার দিয়ে জাপার ২ হাজার নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেন

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় কেন্দ্রীয় নেতা ও জাপার সাবেক উপজেলা সভাপতি এমজি মোস্তফার নেতৃত্বে দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। 

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন জাপার প্রায় দুই হাজার নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির হাতে ফুলের নৌকা উপহার দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, সদ্য আওয়ামী লীগের যোগদানকারী সাবেক কেন্দ্রীয় নেতা ও জাপার সাবেক উপজেলা সভাপতি এমজি মোস্তফা, সাবেক সহ-সভাপতি বজলার রহমান, সাবেক সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংবাদিক কাজী আলতাব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ