ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল: বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল আজিজ (৪৪) নামে এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ভাটিখানা এলাকায় এ হামলার ঘটনা ঘটলে তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আব্দুল আজিজ (৪৪) নগরের পলাশপুরের বৌ-বাজার এলাকার বাসিন্দা আব্দুস ছত্তারের ছেলে ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আহত আব্দুল আজিজের দাবি, তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করেন। স্থানীয় কতিপয় যুবক তার কাছে বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিলো। যা দিতে অপারগতা জানালে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আব্দুল আজিজের স্বজনরা।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ