ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগের সভাপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগের সভাপতি নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুয়াপুর লিঙ্করোডে সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য বাংলানিউজকে জানান।

তিনি জানান, রংপুর থেকে একটি পাজেরো জিপে যুবলীগের নেতা রাশেদুন্নবী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে সকাল ছয়টার দিকে জিপটি ভুয়াপুর লিঙ্করোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনিসহ জিপে থাকা পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা রাশেদুন্নবীকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ