ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: রাজধানীতে বিএনপির ডাকা সমাবেশের বিষয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

নৌমন্ত্রী বলেন, সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার যে কারোরই আছে।

 সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে তবে তা কোন ক্রমেই সহ্য করা যাবে না। সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সমাবেশ মেনে নেবে না। এজন্যে সরকারের আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ