ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নিজ জেলায় প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দের বন্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
নিজ জেলায় প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দের বন্যা প্রধানমন্ত্রীর জন্মদিন

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তার নিজ জেলা গোপালগঞ্জে ছিল আনন্দের বন্যা। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।  

শুধু জেলাতে নয়, ইউনিয়ন পর্যায়েও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

জেলার অন্যান্য উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ