ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ভোটের মাঠে বিএনপি ফাউল করলে জনগণই লাল কার্ড দেখাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ভোটের মাঠে বিএনপি ফাউল করলে জনগণই লাল কার্ড দেখাবে

কক্সবাজার: ভোটের মাঠে ফাউল করলে বিএনপিকে জনগণই লাল কার্ড দেখাবে। তাই সাহস থাকলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাসা গ্রুপের নির্মিত ‘নিরাপদ মা, নিরাপদ শিশু সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র’র উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান।

খেলার মাঠে মেসি ও নেইমার গোল মিস করতে পারেন। কিন্তু ভোটের মাঠে শেখ হাসিনা গোল মিস করবেন না। আগামী নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনাই বিজয়ী হবেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সারওয়ার কমল, সিভিল সার্জন ডা.আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।

এর আগে হিলটপ সার্কিট হাউজে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতাদের হাতে প্রতিশ্রুত এক লাখ টাকা অনুদানের অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ