ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক নির্বাচন চায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক নির্বাচন চায় সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিরা/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

মঙ্গলবার (০২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

অনুষ্ঠানে জাতীয় ঐক্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগও জাতীয় ঐক্য চায়। তবে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। বিএনপি তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দলের চেয়ারপারসন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। তবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য।

বাম শক্তিগুলোকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে আইন- শৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরপরাধ হলে আদালতে যান। বিচার চাওয়ার অধিকার সবার আছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ