ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মোড়েলগঞ্জে ২ আ’লীগ নেতা হত্যায় ৩ দিনেও মামলা হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
মোড়েলগঞ্জে ২ আ’লীগ নেতা হত্যায় ৩ দিনেও মামলা হয়নি সংবাদ সম্মেলন

বাগেরহাট: বাগেরহাটের দৈবজ্ঞহাটিতে দুই আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের তিনদিন পার হয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। 

এ ঘটনায় দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামসহ চারজনকে আটক করা হলেও আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন নিহতদের পরিবারের সদ্যসরা।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (০৩ অক্টোবর) দুপুরে মোড়েলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমআর জামিল হোসাইন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের ত্যাগী নেতাদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  

পরিকল্পিত এ ঘটনার বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সোমবার (০১ অক্টোবর) বিকেলে জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ এলাকায় আওয়ামী লীগ নেতা আনছার আলী দিহিদারসহ তিনজনকে প্রতিপক্ষ ফকির শহীদুল ইসলামের লোকজন তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এতে আওয়ামী লীগ কর্মী শুকুর শেখ ঘটনাস্থলেই নিহত এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার নিয়ে আসলেই মামলা রেকর্ড করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ