ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় যুক্তফ্রন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় যুক্তফ্রন্ট উন্নয়ন মেলার আলোচনা সভায় অংশ নেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ছবি-বাংলানিউজৃ

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যুক্তফ্রন্ট ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা ষড়যন্ত্র করে তৃতীয় শক্তি প্রতিষ্ঠা করতে চায়।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের লেকপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা প্রশাসনের  আয়োজনে উন্নয়ন মেলার আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা যুক্তফ্রন্ট করে নানা কথা বলছেন তারা মৌসুমী পাখির মতো।

নির্বাচন এলেই তারা হঠাৎ করে জেগে ওঠেন। আমার প্রশ্ন হলো, যখন দেশে কোনো সমস্যা দেখা দেয় তখন এ ঐক্য কোথায় থাকে? প্রশ্ন হলো, যারা যুক্তফ্রন্ট করেছেন তারা যদি নির্বাচনে দাঁড়ান তাহলে কয়জনে নির্বাচনে জিতবেন? এ পযন্ত তারা জিতেছেন কয়জন?

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচবি (অব.) স্বপন কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ