ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পোস্টারে ছেয়ে গেছে চকবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
পোস্টারে ছেয়ে গেছে চকবাজার কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তেই এ পোস্টার সাঁটানো হয়েছে

ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রচারপত্র বিতরণকে ঘিরে চকবাজার এলাকা পোস্টারে ছেয়ে গেছে। মূলত কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তেই এ পোস্টার সাঁটানো হয়েছে।

শনিবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরেজমিন দেখা যায়, চকবাজার এলাকায় পোস্টার, ফেস্টুন আর ব্যানার শোভা পাচ্ছে। দলীয় প্রধানের ছবি সম্বলিত এসব পোস্টার ও ব্যানারে লেখা রয়েছে  ‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড’ ও ‘নৌকায় ভোট দিন’। চকবাজার এলাকার প্রতিটি দোকান, গলিপথ, মার্কেটের সম্মুখভাগ, রাস্তার বিভিন্ন পয়েন্টে ছেয়ে গেছে এসব পেস্টারে। তাছাড়া সকাল থেকে বিভিন্ন নেতার পক্ষে কর্মীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন গোটা এলাকা।

আওয়ামী লীগ নেতা ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি জাহাঙ্গীর আলম বাবুল বলেন, আজ সরকারের প্রচারপত্র বিতরণ কর্মসূচি রয়েছে। এখানে কেন্দ্রীয় ও নগর নেতার থাকবেন। তাই ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে। তাছাড়া পোস্টারে কেউ নিজের গুনগান গাইছেন না, সবাই আওয়ামী লীগের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাইছেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ