ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর পিলার তুলে বিক্রি করবে

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর পিলার তুলে বিক্রি করবে বক্তব্য রাখছেন নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে না। তারা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী। তারা কখনোই দেশের কথা ভাবে না।

শনিবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় তেঘরিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তবে তারা পদ্মা সেতুর পিলার তুলে বিক্রি করে ফেলবে।

সুতরাং কোনোভাবেই তাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। দেশের উন্নয়নের স্বার্থে আবারো শেখ হাসিনাকে জয়ী করতে হবে। নৌকার বিজয় মানেই বাংলাদেশের বিজয়।

তেঘরিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. জজ মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম ও সাধারণ সম্পাদক ডা. সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ