ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘বিচারিক আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
‘বিচারিক আদালতের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব’ আখাউড়ায় নির্বাচনী গণসংযোগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ২১ আগস্টে গ্রেনেড হামলার রায় নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করবো। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব।

শুক্রবার (১২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

গ্রেনেড হামলার রায়ের বিষয়ে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যদি সত্য হয়ে থাকে, তাহলে এ রায়ও সঠিক।

এখন এ রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

এসময় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ