ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
‘বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল’ টাঙ্গাইলে জনসভায় মো. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা হত্যা সন্ত্রাসকে রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এক মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তখন বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

তিনি আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনপ্রিয়, সৎ, নিষ্ঠাবানদের দলীয় মনোনয়ন দেবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কে বড় নেতা, কে ছোট নেতা সেটা দেখা হবে না।

যাদের মনোনয়ন দিলে বিজয়ী হতে পারবে, আওয়ামী লীগ তাদেরই মনোনয়ন দেবে।  

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাত্তার আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও মনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

জনসভার আগে কাকুয়া ইউনিয়নের নরসিংহপুরে ধলেশ্বরী নদীর উপর আব্দুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাকুয়া ইউনিয়নের একটি সড়কের উদ্বোধন করেন আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ