ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘পিলখানা হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতারা জড়িত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
‘পিলখানা হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতারা জড়িত’ অভিভাবক সমাবেশে মাহবুব উল আলম হানিফ। ছবি: জাহিদ হাসান

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইতোমধ্যেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত ছিলেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম হাই স্কুলে অভিভাবক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, লন্ডনে বসে বিএনপি নেতা পিলখানায় হামলার কলকাঠি নেড়েছেন।

তার তথ্য প্রমাণ ইতোমধ্যেই চলে এসেছে। সেটারও তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই দেশবাসী বিষয়টি জানতে পারবে।

তিনি আরো বলেন, বিএনপি এখন একটি সন্ত্রাসী দল তা আন্তর্জাতিক আদালতেও প্রমাণিত। ২১ আগস্টের পর দেশেও এটা প্রমাণ হয়েছে যে বিএনপি সামগ্রিক অর্থে একটি সন্ত্রাসী দল। এই দলের রাজনীতি করার কোন অধিকারই থাকতে পারে না।  

সিরাজুল হক মুসলিম হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর কাদের প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ