ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

অসুস্থ হয়ে হাসপাতালে ধর্মমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
অসুস্থ হয়ে হাসপাতালে ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান (ফাইল ফটো)

ময়মনসিংহ: ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।  

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ বাংলানিউজকে জানান, প্রচন্ড জ্বর, বমি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন জাহাঈীর বাবু জানান, সকাল ১০ টায় ঢাকা থেকে ময়মনসিংহ আসেন ধর্মমন্ত্রী। এই সময় থেকেই তিনি জ্বর অনুভব করছিলেন। কিন্তু জ্বর নিয়ন্ত্রণে না আসায় তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ