ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাগেরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
বাগেরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন শেখ তন্ময় বক্তব্য রাখছেন শেখ সারহান নাসের তন্ময়। ছবি-বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একমাত্র ছেলে শেখ সারহান নাসের তন্ময়। 

বুধবার (১৭ অক্টোবর) বিকেলে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার দেড় শতাধিক মণ্ডপের কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন তিনি।  

দুর্গাপূজা উপলক্ষে অনুদান দেওয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তন্ময় বলেন, ১০ বছরে শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন।

ভবিষ্যতে দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা সরদার নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ