ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৯ অক্টোবর) দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এতে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এ সভা অনুষ্ঠিত হবে।

 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় যথাসময়ে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ