ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর পর দেশে সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
‘বঙ্গবন্ধুর পর দেশে সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনা’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ক্র্যাব নাইট, রিপোটিং অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উন্নয়নে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোন জোট ভাঙলো বা গড়লো তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশ চুম্বী।

আগামী নির্বাচনকে ঘিরে কোনো নৈরাজ্য সৃষ্টির শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন দেখবে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, আমরা মনে করি না নৈরাজ্য হবে। তখন দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা দিতে পারি।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রাইম রিপোর্টারদের প্রশংসা করে বলেন, আমরা কোন কিছু মিস করে গেলে আপনাদের লেখা থেকে সহযোগিতা পাই।

পাঁচটি ক্যাটাগরিতে সেরা রিপোর্টিংয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার তুলে দেন একাত্তর টেলিভিশনের পারভেজ রেজা, সমকালের বকুল আহমেদ, মাছরাঙা টেলিভিশনের আবু জাহিদ মো. সেলিম, কালের কণ্ঠের এসএম আজাদ, ডেইলি স্টারের রাফিউল ইসলামের হাতে।

এছাড়া ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতেও পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইউরো বাংলা আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, ক্র্যাবের সাবেক সভাপতি পারভেজ খান, খায়রুজ্জামান কামাল, মধূসুদন মণ্ডল।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ