ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী বক্তব্য রাখেছন কেরামত আলী। ছবি: বাংলানিউজ

ভোলা: শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী কিন্তু বিএনপি মিথ্যাচার করে। 

শনিবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনে সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেন।

এজন্য আসন্ন নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে রেকর্ড ভোটের ব্যবধানে বিজয়ী করবে। আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কাওছার আহমেদ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।  

উপমন্ত্রী বলেন, চরফ্যাশন-মনপুরার উন্নয়ন একটা ইতিহাস। এলাকার উন্নয়নে কাজ করছি। এজন্য জনগণ দুইবার আমাকে নির্বাচিত করেছে।  জনগণের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আমি কাজ করে যেতে চাই।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ