ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আদর্শহীনদের ঐক্য নিয়ে আ’লীগ কিছুই ভাবছে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আদর্শহীনদের ঐক্য নিয়ে আ’লীগ কিছুই ভাবছে না মাহবুব উল আলম হানিফ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির এই ঐক্যফ্রন্ট হলো তাদের রাজনীতির চরম দেউলিয়াত্বের প্রমাণ। এই ঐক্য নীতিহীন ও আদর্শহীনদের ঐক্য। এ নিয়ে দেশবাসী বা আওয়ামী লীগ কিছুই ভাবছে না।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ঐক্যজোটের নেতারা জানেন, জনসমর্থন নিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।

তাই তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে। তাদের লক্ষ্য বিদেশিদের সমর্থন নিয়ে দেশের মধ্যে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরী করে কোনো ফাইদা লুটা যায় কিনা।  

তিনি আরো বলেন, এদেশের জনগণ কোন ধরনের অরাজকতা মেনে নেবে না। সরকার এসব বরদাস্ত করবে না। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস মূলক কর্মকাণ্ডকে সরকার খুব শক্ত হাতেই দমন করবে।

এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ