ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকারের বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকারের বিকল্প নেই বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে হওয়া ওই বর্ধিত সভায় দলের নেতাকর্মীরা মন্ত্রীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়।

একই সঙ্গে আওয়ামী লীগ নেতা ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবনকে আহ্বায়ক ও এমজি হাক্কানিকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি আনিসুল হকের হয়ে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন।

সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন, আওয়ামী লীগ নেতা এমজি হাক্কানি, রুহুল আমীন ভূইয়া বকুল, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ