ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গাজীপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
গাজীপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কড়ইতলা এলাকায় উমর ফারুক (২৬) নামে শ্রমিকলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উমর ফারুক কেওয়া পশ্চিমখন্ড এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

তিনি শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিল বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কেওয়া পশ্চিমখন্ড এলাকায় উমর ফারুকের বাড়ির পাশ থেকে দু’টি পিকআপযোগে কয়েকজন লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় কড়ইতলা এলাকায় কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পরে সেখানে উমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত উমর ফারুক শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। তিনি একটি কোম্পানিতে চাকরি করতো বলে জানা গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ