ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরগুনার জনসভায় প্রধানমন্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
বরগুনার জনসভায় প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

তালতলীর জনসভা থেকে: দক্ষিণবঙ্গের জেলা বরগুনা উপজেলার তালতলীতে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বরগুনা তালতলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সভা পরিচালনা করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এর আগে কলাপাড়ায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ‘স্বপ্নের ঠিকানা’র উদ্বোধন করেন তিনি

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ