ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেখতে দেখতে দশ বছর, আন্দোলন হবে কোন বছর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
দেখতে দেখতে দশ বছর, আন্দোলন হবে কোন বছর ওবায়দুল কাদের/ফাইল ছবি

বরগুনার তালতলী থেকে: বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কাজই হলো নালিশ করা। বিভিন্ন জায়গায় নালিশ করে উপায় না দেখে জাতিসংঘ মহাসচিবের নামে ভূয়া চিঠি ইস্যু করে দেখাই করতে পারেননি।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে বরগুনা তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেখতে দেখতে দশ বছর, আন্দোলন হবে কোন বছর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দশ বছরে ২০ ঈদ চলে গেলেও বিএনপি আন্দোলন করতে পারছে? রোজা এলে বলে কোরবানির ঈদ, কোরবানি এলে রোজা, আবার রোজা চলে গেলে বলে কোরবানি।  

এসময় তিনি গত ১০ বছরের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে এ ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা সরকারের অবদানের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পায়রা বন্দর হলে এ এলাকার মানুষজনকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ