ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিমুক্ত দেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জঙ্গিমুক্ত দেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে বক্তব্য রাখছেন শেখ সারহান নাসের তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে ছাত্র সমাজকে কাজ করতে হবে। এজন্য শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে। শুধু জানলেই হবে না, তার আদর্শের প্রতি অবিচল থাকতে হবে। 

শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেন।

তন্ময় বলেন, শেখ হাসিনার আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

গত ১০ বছরে বাংলাদেশে ১৮ লাখ কোটি টাকার কাজ হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিত বসু, আওয়ামী লীগ নেতৃ ফরিদা আক্তার বানু লুসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ