ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিরাজগঞ্জে মহিলা আ’লীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
সিরাজগঞ্জে মহিলা আ’লীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ অক্টোবর) রাতে শহরের মুজিব সড়কে অবস্থিত মহিলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

>>>আরো পড়ুন...সিরাজগঞ্জে আ’ লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাসায় পেট্রোল বোমা হামলার পরে রাতে মুজিব সড়কস্থ মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ দুটি ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

জেলা যুবলীগের সভাপতি মইনুদ্দিন খান চিনু বাংলানিউজকে বলেন, দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা দেয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ বোমা হামলা করেছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ