ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার বাঙ্গালপাড়া ইউনিয়নের মাঠে সাইলো বিতরণ ও কৃষক সমাবেশ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নের জন্য এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে কৃষকদের মধ্যে সাইলো (শস্যবীজ সংরক্ষণ বাক্স) বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।  

বাঙ্গালপাড়া ইউনিয়নের মাঠে সাইলো বিতরণ ও কৃষক সমাবেশের আয়োজন করে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন।

হাওরে অকাল বন্যার বিষয়টি উল্লেখ করে রেজওয়ান আহাম্মদ বলেন, গত বছর অকাল বন্যায় তিন উপজেলার কৃষকদের সম্পূর্ণ ফসল পানির নিচে তলিয়ে যায়। সে সময় শেখ হাসিনার সরকার এক বছর হাওরের প্রত্যেক কৃষককে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা দিয়েছেন। যার ফলে হাওরে কোনো খাদ্য ঘাটতি হয়নি। আওয়ামী লীগ সরকার কৃষি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সারাদেশে এখন কৃষির প্রসার ঘটছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, নারী নেত্রী সৈয়দা নাসিমা রীতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ফারুক, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফারুক, বাঙ্গালপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জব্বার মিয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, বাঙ্গালপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান অলি আহম্মেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ