ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী গণতন্ত্রমনা বলেই সংলাপে বসছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
প্রধানমন্ত্রী গণতন্ত্রমনা বলেই সংলাপে বসছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী গণতন্ত্রমনা ও উদার দৃষ্টিতে বিশ্বাস করেন বলেই সংলাপে বসছেন। এ সংলাপের মধ্য দিয়ে তারা উপলদ্ধি করবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন চলছে, এ ধারা এগিয়ে রাখার লক্ষ্যে আগামীতে যে নির্বাচন হবে তাতে তারা অংশ নেবে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের ইডিসিএল ভবনের হল রুমে আয়োজিত গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি বিগত নির্বাচনের সময় সংলাপে না এসে যে ভুল করেছিল তার খেসারত তাদের দিতে হচ্ছে।

তারা এখন আর ভুল করবে না। এ সংলাপের মধ্য দিয়ে তারা নির্বাচনে অংশ নেবে এবং জনগণের রায় মেনে নেবে।

সংলাপ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দাবি মানার ব্যাপার নয়, সংবিধান সম্মত যে পথ আছে সে পথ অনুসরণ করেই আমরা সংলাপে বসতে চাই। সংবিধান সম্মতভাবেই যা আছে তাই করা হবে, তার বাইরে কিছুই করা হবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ