ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কাদের সিদ্দিকীর সভায় যাচ্ছেন ড. কামাল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
কাদের সিদ্দিকীর সভায় যাচ্ছেন ড. কামাল  ড.কামাল ও কাদের সিদ্দিকী।

ঢাকা: জেলহত্যা দিবস উপলক্ষে আগামী শনিবার (৩ নভেম্বর) এক আলোচনা সভার আয়োজন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। 

শনিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

 

সভায় সভাপতিত্ব করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে ঐক্যফ্রন্টে যোগ দেবেন কাদের সিদ্দিকী। ঐক্যফ্রন্টে যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি আলোচনা সভায় স্পষ্টভাবে তুলে ধরবেন কাদের সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ