ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ ক্ষমতায় এলে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
আ’লীগ ক্ষমতায় এলে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন করবে বক্তব্য রাখছেন নূর ই আলম চৌধুরী। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী এমপি বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নয়ন করবে। 

শনিবার (০৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূর ই আলম চৌধুরী বলেন, গত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে তার সুফল বর্তমান প্রজন্ম ভোগ করছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এমন সব প্রকল্প হাতে নেওয়া হবে যাতে পরবর্তী প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যত পায়।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান পৌর মেয়র আওলাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার সোনাহর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ওসি জাকির হোসেন প্রমুখ।

এরআগে, নূর ই আলম চৌধুরী উপজেলার নিলখীতে আরেকটি পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধন, থানা ভবনের সম্প্রসারণ ও অফিসার ইনচার্জ আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর, কয়েকটি সেতুর উদ্বোধনসহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ