ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বরুড়ায় সংসদ সদস্য মিলনের গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বরুড়ায় সংসদ সদস্য মিলনের গাড়ি ভাঙচুর সংসদ সদস্য মিলনের গাড়ি ভাঙচুর। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় সংসদ সদস্য (কুমিল্লা-৮) মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলনের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঝলম বাজারে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করার জন্য যাওয়ার পথে ঝলম বাজারের মুখে এমপির গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা ভাঙচুর করে।

এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন গাড়ির ভেতরেই ছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে জানা গেছে। খবর পেয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে এমপি মিলন বাংলানিউজকে বলেন, সাবেক আওয়ামী লীগের এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের অনুসারীরা এ হামলা করেছে।  ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে ৭/৮ জন রড নিয়ে আমার গাড়িতে হামলা করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তিনি ফোন ধরেননি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ