ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি এখন অন্যের ওপর ভর করে উড়তে চাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বিএনপি এখন অন্যের ওপর ভর করে উড়তে চাচ্ছে ছবি: বাংলানিউজ

চাঁদপুর: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন কুঁজোর দলে পরিণত হয়েছে। তারা এখন অন্যের ওপর ভর করে পরগাছা হয়ে উড়তে চাচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপি-জামায়াতকে চূড়ান্ত রাজনৈতিক শিক্ষা দেবে বাংলাদেশের জনগণ।

রোববার (৪ নভেম্বর) বিকেলে শহরের বিকল্প লঞ্চঘাটে ‘চাঁদপুর নদীবন্দর টার্মিনাল ভবন ও আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি, জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ