ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে উত্তরবঙ্গ সফর শেষে রাজধানী ফেরার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তফসিল ঘোষণা হয়েছে।

শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। উন্নয়নের কথা বলে ভোট চাইতে হবে। তাহলেই নৌকার বিজয় নিশ্চিত।  

চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ফিরোজ আহমেদ রঞ্জুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিন্নাতুল আলম সম্রাটের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উল আলম, সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ