ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নওগাঁ-৩ আসনের মনোনয়নপত্র কিনলেন সখিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
নওগাঁ-৩ আসনের মনোনয়নপত্র কিনলেন সখিনা মনোনয়নপত্র কিনেছেন সখিনা। ছবি-বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বদলগাছী থানা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সখিনা সিদ্দিক।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে নেন। মনোনয়ন ফরম নেওয়ার সময় তার সঙ্গে ছিলেন এলাকার কয়েকশ’ নেতাকর্মী।

মুক্তিযোদ্ধা মরহুম আবু বকর সিদ্দিকের (সাবেক পুলিশ সুপার) সহধর্মীনি সমাজসেবক সখিনা সিদ্দিক বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠের কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। আশা করি, নেত্রী এসব কাজের মূল্যায়ন করবেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ