ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

অা’লীগের মনোনয়নপত্র নিলেন গোলাম সরোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
অা’লীগের মনোনয়নপত্র নিলেন গোলাম সরোয়ার

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার খাঁন মামুন। 

শনিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুন্সিগঞ্জ-১ অাসনের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।  

মামুন বাংলানিউজকে বলেন, ‘অামি দীর্ঘদিন ধরে অান্দোলন সংগ্রাম করছি।

তৃণমূলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। দল এবং নেত্রী যদি অামাকে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে নেত্রীকে মুন্সিগঞ্জ-১ অাসন উপহার দেবো।

স্বেচ্ছাসেবক লীগের এ নেতা আরও বলেন, ‘ছাত্ররাজনীতিসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। অামি অাসলে তৃণমূলের মানুষ, অামার সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে। অামার শক্তিও সাধারণ মানুষ, তারা অামাকে ভালোবাসেন। তারাই অামার শক্তি। ’

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ