ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নৌকার ভোট চাইতে ঘরে ঘরে যেতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
নৌকার ভোট চাইতে ঘরে ঘরে যেতে হবে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: দেশে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। গত তিনমাসে ধরে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই দেশের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য নৌকার ভোট চাইতে সবাইকে ঘরে ঘরে যেতে হবে।

রোববার (১১ নভেম্বর) বিকেলে শহরের রাইফেলস ক্লাবে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ শক্তিশালী, নৌকার কোনো বিকল্প নেই।

তাই নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ