ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নৌকার পক্ষে প্রচারণায় নামছেন রিয়াজ-ফেরদৌস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
নৌকার পক্ষে প্রচারণায় নামছেন রিয়াজ-ফেরদৌস নৌকার পোস্টার নিয়ে প্রচারণায় নামার ঘোষণা বিনোদন জগতের তারকাদের

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নামছেন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারা। আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে প্রচারণা চালাবেন তারা।

আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় নামবেন বড় পর্দার নায়ক রিয়াজ, ফেরদৌস ও শাকিল খান; ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, অভিনেত্রী শমী কায়সার ও মৌসহ আরো অনেকে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার উপকমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিনোদন জগতের তারকারা।

ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ