ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি দেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বিএনপি দেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র করছে গণসংযোগে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামী লীগ সরকার দেশে এমন কোনো পরিবেশ সৃষ্টি করেনি, যাতে নির্বাচনে অন্যদের অংশগ্রহণ হুমকিতে পড়ে। বরং বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে পরিবেশ সৃষ্টি করেছে, সেটা সারাদেশে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র।

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগকালে আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।  

গণসংযোগে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ