ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় আ’লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
বগুড়ায় আ’লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলা চাপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রাম থেকে নজরুল ইসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নজরুল ওই গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে ও চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি।

শনিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার চাপাপুর ইউনিয়নের মন্দিরপুকুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টা থেকে ৮টার ঘটনা হবে। ব্যক্তির ফোন পেয়ে রাতেই বাড়ি থেকে বের হন নজরুল। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি।

পরদিন শনিবার (১৭ নভেম্বর) সকালের দিকে নিজ গ্রামের কাঞ্চনপুর এলাকায় একটি ধানক্ষেতে গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।   

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত নজরুলের বিরুদ্ধে থানায় দু’টি মাদক মামলা রয়েছে। তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। প্রায় দু’সপ্তাহ আগে জামিন নিয়ে কারাগার থেকে বের হন। তবে তার নিহতের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ