ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নোয়াখালীতে কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
নোয়াখালীতে কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন একরামুল করিম চৌধুরী

নোয়াখালী: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে কবিরহাট উপজেলা পরিষদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলামের কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর উপস্থিত সাংবাদিকদের একরামুল করিম বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

আমরা আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। ’ 

তিনি বলেন ‘কেউ নাশকতা বা অন্য কোনোভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদের প্রতিহত করার বিষয়েও সচেষ্ট রয়েছি। ’

এসময় উপস্থিত ছিলেন- কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, আওয়ামী লীগ নেতা এ কে এম ডা. জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাবেদ ও কামাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ